বৈশাখ মাস
রৌদ্র প্রখর,
সূর্য জ্বলে
মাথার উপর।


উত্তপ্ত রোদে
ভর দুপুরে,
চান করি
পদ্মপকুরে।


পদ্মপুকুরের
উঁচু পাড়,
জলে নেমে
কাটি সাঁতার।


ক্লান্ত পথিক
পথে চলে,
বসে গাছের
ছায়াতলে।


ছাতা মাথায়
আসে কিষাণ,
শূণ্য হেরি
গরুর বাথান।


চিল ওড়ে
আকাশতলে,
রাজহাঁসেরা
ভাসে জলে।


গোয়ালঘরে
গরু ছাগল,
দুপুর রোদে
বাঁধা কেবল।


পথের পাশে
কুকুরগুলি,
ডাক ছাড়ে
সুর তুলি।


গাঁয়ের বধূ
রান্নাঘরে,
কাঠের জ্বালে
রান্না করে।


দাওয়ায় বসে
ছেলে কাঁদে,
রান্নাশালে মা
মাছ রাঁধে।


গামছা কাঁধে
আদুল গায়ে,
লোকগুলো
ঢুকছে গাঁয়ে।


ষাঁড় ছুটছে
পথের ধারে,
লাঠি নিয়ে
তাড়াও তারে।


দৌড়ে আসে
কুকুরগুলো,
পথের ধারে
উড়ায় ধূলো।


নদীর ঘাটে
নৌকা বাঁধা,
ওড়ে বক
সাদা সাদা।


দিনের শেষে
সন্ধ্যা আসে,
নীল আকাশে
চাঁদ হাসে।