দূর আকাশে গগনতলে
শঙ্খচিলের ডাক।
মাঠের পরে চরে গাভী
হাম্বা হাম্বা হাঁক।


রাঙী বাছুর মাঠের আলে
ছুটে ছুটে বেড়ায়,
গাছে বসে গাঁয়ের রাখাল
বাঁশের বাঁশি বাজায়।


পুকুর পাড়ে  বাঁশের বনে
শালিক পাখি নাচে,
হনুমানটি ল্যাজ ঝুলিয়ে
বসে থাকে গাছে।


কুকুরগুলো উড়ায় ধূলো
গাঁয়ে পথের বাঁকে,
গাঁয়ের বধূ জল নিয়ে যায়
কলসী নিয়ে কাঁখে।


নদীর ঘাটে নৌকা বাঁধা
বক বসে তীরে,
জাল নিয়ে জেলেরা সব
রুই মাছ ধরে।


পড়ে আসে বেলা যবে
সূর্য অস্ত যায়,
দিগন্তে লাল সূর্য ডোবে
আলোক লুকায়।


সাঁঝ আকাশে উঠল তারা
চাঁদ ওঠে আকাশে,
রাত কেটে ভোর হয় শেষে
সকাল হয়ে আসে।