ভোরের পাখি ওঠে ডাকি, আম-কাঁঠালের গাছে,
আকাশ জুড়ে আলোর খেলা, সোনার রবি হাসে।
ফুল বাগানে ফুল ফুটেছে, ফুটল সকল কলি,
মধু সঞ্চয়ে, আসিছে ধেয়ে, পুঞ্জে পুঞ্জে অলি।


সোনা রোদ ওঠে হেসে, চারিপাশে আঙিনায়,
বই খাতা, নিয়ে সবে, রোজ পাঠশালা যায়।
বেলা বাড়ে দুপুর হয়, কাজল দিঘির ঘাটে।
তেল মেখে ছেলেরা সব, জলে সাঁতার কাটে।


বিকেল হলে ছেলেরা মাঠে ফুটবল খেলে,
পশ্চিমে দেখি দিনের সূর্যি যায় অস্তাচলে।
দিনের শেষে আঁধার নামে, সন্ধ্যাবাতি জ্বলে,
চাঁদ ওঠে, তারার মালা, আকাশের কোলে।


রাত কাটে ভোর হয়, রোজ নতুন সকাল আসে
আকাশ জুড়ে আলোর খেলা, দিনমনি ঐ হাসে।