নব বসন্তে আজি,
বিকশিত পত্ররাজি,
গুঞ্জরিয়া দলে দলে, আসে মধুকর।


ফাল্গুনে ফুল বনে,
রং লাগে যৌবনে,
প্রজাপতি উড়ে বসে, ফুলের উপর।


এলো বসন্ত আজি,
নদীকূলে নেই মাঝি,
অজয় নদী বয়ে চলে কলকল করে।


আম, কাঁঠালের শাখে,
বসন্তে কোকিল ডাকে,
পথের বাঁকে, গরুবাছুর বেড়ায় চরে।


শাল, পলাশের বনে,
খুশির রং লাগে মনে,
বাজে মাদল, বাঁশের বাঁশি বাজে।


বসন্তের আগমনে,
গাখি গায় বনে বনে,
ফুলের সৌরভ ভাসে ধরণীর মাঝে।