পশ্চিম দিগন্তে রবি, পড়েছে ঢলিয়া,
নদীতটে বসে আছি লেখনী লইয়া।
স্মৃতির বালুকণায়, গাঁথা থাকে  কথা।
ছন্দে ছন্দে লিখি আমি, আমার কবিতা।


অস্তাচলে যায় রবি, বক উড়ে যায়,
পাখিরা ফিরিয়া আসে, আপন বাসায়।
গাঁয়ের বধূরা জল, নিয়ে যায় ঘরে,
সন্ধ্যাদীপ হয় শুরু, দেবীর মন্দিরে।


সাঁঝের আকাশে দেখি, উঠে সন্ধ্যাতারা,
ঢাকের শব্দে আজও, জেগে ওঠে পাড়া।
জোছনায় নদী জল, ঝিলিমিলি করে,
স্মৃতি শুধু মনে রয়, কবির অন্তরে।


তমসায় মুখ ঢাকি, কাঁদিছে রজনী,
বালুচরে বসি বসি, হাসিছে তরণী।