নদীর ঘাটের কাছে,
প্রাচীন বটের, গাছের ছায়ায়, শিব মন্দির এক আছে।
গাছের ডালে, লেজ দুলিয়ে, চড়ুই আর ফিঙে পাখি নাচে।


আমার গাঁয়ের পাশে,
তালদিঘিতে মেয়েরা সব, কলসী নিয়ে জল নিতে আসে,
রাতের শিশির, পড়ে ঝিরঝির, রাঙা মাটির পথে সবুজ ঘাসে।


ঐ যে দূরে গাঁয়ের সীমানায়,
অজয় নদী, আপনবেগে, কুলু কুলু বয়ে চলে যায়,
নৌকায় বসে, ঘাটের মাঝি, ভাটিয়ালী সূরে গান গায়।


সূর্য্যি ডোবে দিনের শেষে,
কালো বরণ, ধুম্র পাহাড়, দূরে ঐ আকাশতলে মেশে,
আবার ফিরে, আসব আমি, এই গাঁ, এই মাটিকে ভালবেসে।