নদীর ঘাটে বসেছে আজ
মকর সংক্রান্তির মেলা,
বসেছে দোকান সারি সারি,
আর সার্কাসের খেলা।


দু আনার কেনা মাটির পুতুল,
তিন আনার বাঁশি,
হরেক মাল পাঁচ সিকে দাম,
সেথায় ভিড় বেশি।


ময়রা ভোলা বসেছে দোকানে,
টাঙায়েছে সামিয়ানা।
রসগোল্লা আর পানতোয়া,
সব পাবে আনা আনা।


আলুর চপ ও তেলেভাজা,
পাবে তার দোকানে,
চায়ের দোকান, পানের দোকান,
বসেছে এক কোণে।


মনিহারীর দোকান কত
বসেছে সারি সারি,
পুঁতির মালা ও কানের দুল,
দেখতে সুন্দর ভারি।


চুড়ি, মালা, খোপার বল
কিনতে ইচ্ছে হয়,
দাম শুনে মাথায় হাত,
কিনতে লাগে ভয়।


মেলার মাঝে খোকন সোনা
কাঁদছে বসে একা।
হারিয়ে গেছে বাবা মা তার,
পায় না কেন দেখা ?


হাসির চেয়ে কান্না দামী
আজকে মেলার ভিড়ে,
বসেছে মকর-সংক্রান্তির মেলা,
অজয় নদীর তীরে।