সবুজ শীতল ছায়ায় ঘেরা, ছোট্ট আমার গ্রাম,
সামনে দিয়ে অজয় নদী, বইছে অবিরাম।
তালদিঘিতে বধূরা সব, জল নিতে আসে,
সাদা বক পাখা মেলে, ওড়ে নীল আকাশে।


গাছের সবুজ ছায়ায় ঘেরা, ছোট্ট গ্রাম আমার,
মাঠে মাঠে সবুজ ফসল, এ গাঁয়ের চারিধার।
আম কাঁঠালের বাগানেতে, কোকিলেরা ডাকে,
ভর দুপুরে, ক্লান্ত গাঁয়ে, ফেরিওয়ালা হাঁকে।


আমার গাঁয়ে আঁধার নামে, সূর্য্যি ডুবে যায়,
সাঁঝের সানাই ওঠে বেজে, গাঁয়ের সীমানায়।
জ্বলে দীপ, সন্ধ্যা আসে, নামে অন্ধকার।
দিকে দিকে আসে ভেসে, শংখের ঝংকার।


সার্থক জনম মাগো, আমি জন্মেছি এ গাঁয়ে,
মরিলে ঘুমাই যেন গাঁয়ের, শীতল তরুর ছায়ে।