প্রভাতে পাখির কণ্ঠে শুনি
ঘুম ভাঙানোর গান।
ক্লান্ত পাখিরা বাসায় ফেরে,
দিন হলে অবসান।


প্রতিদিন ওঠে সূর্য সকালে
দিনশেষে ডুবে যায়।
ক্লান্ত ররি ঘুমায় নীরবে,
মুখ ঢাকি তমসায়।


সোনা ঝরা রোদে, হাসিছে ধরণী,
ফুল ফোটে বনে বনে।
মধুকর তাহে, আসি ঝাঁকে ধাঁকে,
ধায় মধু আহরনে।


বিকেল হলে পড়ে আসে বেলা,
আঁধার নামে গাঁয়।
নীল আকাশে, জ্বলে ওঠে তারা,
চাঁদ হাসে জোছনায়।


কান্নাঝরা ইতিহাস, আজো কথা কয়,
সহি দুঃসহ ব্যথা বেদনা ।
কবিকণ্ঠ সান্ত্বনার সুরে ধ্বনিত হয়
“বসুন্ধরা মা, তুমি কেঁদো না”।