অঞ্জনা ও রঞ্জনা দুইবোনে রোজ
সকালে ফুল তুলে আনে।
ফুল তুলে বাড়ি এসে দুইজনে
চা ও মুড়ি খায় বসে উঠানে।


অঞ্জনা ও রঞ্জনা দুই বোনে
রোজ দুইজনে ইস্কুলে যায়।
টিফিন হলে দুই বোনে রোজ
টিফিন ভাগ করে খায়।


অঞ্জনা ও রঞ্জনা দুই বোনে
বিকেলে যায় খেলার মাঠে।
হেসে খেলে দুই বোনেরই
মনের আনন্দে দিন কাটে।


অঞ্জনা ও রঞ্জনা দুই বোনে
সন্ধ্যায় প্রদীপ জ্বালায়।
বিছানা পেতে দুইজনে রোজ
রাতে একসাথে ঘুমায়।


মা বাপ হারা দুইবোনেতে
থাকে আপন মামার ঘরে।
পড়ার শেষে দুইজনে রোজ
বাড়ির কত কাজ করে।


তারপরে একদা জাকজমকে
অঞ্জনার হয়ে গেল বিয়ে।
শ্বশুরবাড়ি গেল দিদি অঞ্জনা,
রঞ্জনা থাকবে কাকে নিয়ে?


আপন আর কেহ নাই তার
রঞ্জনা আজ বড় অসহায়,
অঞ্জনা আজ কাছে নাই তার
তাই দুঃখেতে দিন কাটায়।