আমার গাঁয়ে শীতল তরুর ছায়া,
ফিঙে পাখি নাচে গাছে গাছে।
পদ্মদিঘির শান বাঁধানো ঘাটে,
গাঁয়ের গৃহবধূরা কাপড় কাচে।


আমার গাঁয়ে রাঙা মাটির পথ,
গাঁ ছাড়িয়ে লাল ধূলোর সরানে।
সকাল বিকাল চলে গরুর গাড়ি,
সূর্য যায় অস্তাচলে পশ্চিমের পানে।


দিনের শেষে দেখি আঁধার নামে
আমার নির্জন, কর্মক্লান্ত গাঁয়ে।
আমার গাঁয়ে রাঙা মাটির পথ,
গাঁয়ের প্রান্তে চণ্ডীতলার বাঁয়ে।


নামলো আঁধার, উঠল সাঁঝের তারা,
চাঁদের আলো, দেখতে লাগে ভালো।
জোছনা কাঁদে নিঝুম রাতের শেষে,
পূব গগনে ফোটে ভোরের আলো।