এই রাঙামাটি গাঁ আমার মা,
এমন গাঁ কোথাও মেলে না,
জন্মেছি এই গাঁয়ে, এই গাঁ আমার জন্মভূমি।


সকাল সাঁঝে মন্দির মাঝে
ঢাকঢোল ও কাঁসর বাজে,
এমন গাঁটি সারা বিশ্বজুড়ে পাবেনা কোথাও তুমি।


আমার রাঙামাটির গাঁয়ে,
সবুজ তরুর শীতল ছায়ে,
ছোট ছোট শিশুরা সব বাঁধে খেলাঘর।


ধবল বকের পাখায়,
দিবস আলোক লুকায়,
সন্ধ্যায় নির্জন নদীতটে সরু বালির চর।


আকাশে ওঠে সন্ধ্যাতারা,
ক্লান্ত পাখিদের নীড়ে ফেরা,
তুলসীতলায় ধূপ দীপ ওঠে জ্বলে।


চণ্ডীতলার আটচালা ঘরে,
যাত্রা হয় সারারাত ধরে,
আলোর সাথে সুরের মূর্ছনা চলে।


ভোরের আলো উঠল ফুটে,
প্রভাত পাখিরা ডেকে ওঠে,
পাতায় পাতায় পড়ে ঐ নিশির শিশির।


ভোরের বেলা একি হলো!
কালো মেঘ ঘনিয়ে এলো,
সকাল সকাল বৃষ্টি পড়ে ঝির ঝির।