অঘ্রানেতে ধানের খেতে
উঠেছে ফুটে মধুর হাসি।
কাস্তে হাতে মেঠো পথে
চলছে হেঁটে গাঁয়ের চাষী।


গরুগুলো উড়িয়ে ধূলো
ধান বোঝাই গাড়ি টানে।
কিষান বধুরা ঘরে ঘরে
ঢেঁকি পেতে ধান ভানে।


কুকুরগুলো পথের পাশে
অলস হয়ে বসে ঘুমোয়।
চড়ুই পাখি নেচে নেচে
ধান শীষের ধান চিবোয়।


কাঠের জ্বালে রান্না করে
আঙিনাতে গাঁয়ের বধু।
দোর গোড়ায় খোকন সোনা
কাঁদছে বসে শুধু শুধু।


ভর দুপুরে গাঁয়ের জেলে
গাঁয়ের ডোবায় জাল ফেলে।
গামছা কাঁধে আদুল গায়ে
পথের পথিক পথে চলে।


দিগন্তে ঐ লাল সূর্য ডোবে
সোনা ধানের মাঠের শেষে।
সাঁঝের তারা উঠলো ফুটে,
আঁধার ভরা নীল আকাশে।