আমার বাড়ির কাছে,
সকাল হলেই কাঠবেড়ালী
লেজটি তুলে নাচে।
বাড়ির ভাঙা পাঁচিলটাতে
ওদের আনা গোনা,
মনের সুখে দৌড়ে বেড়ায়,
কেউ করে না মানা।


আমার বাড়ির পাশে-
রাতের শিশির ঝরে পড়ে,
উঠোনের কচি ঘাসে।
কভু আসে গঙ্গা-ফড়িং,
বসে ঘাসের আগায়,
প্রজাপতি ডানা মেলে
নিত্য উড়ে বেড়ায়।


বাড়ির আমগাছটাতে ওই-
কোকিলকণ্ঠে কুহুডাক শুনে,
আমি উদাস হয়ে রই।
মাধবী আর মালতীলতা
ঘিরে আছে উঠানময়,
ছায়ায় ঘেরা বাড়িতে আমার,
মিঠে শীতল হাওয়া বয়।


এ বছরের দারুণ ঝড়ে
উড়ে গেছে খড়ো চাল,
বাজ পড়ে শুকিয়ে গেছে
আমগাছের সব ডাল।
আসবে না আর, কোকিল এবার
হায় রে ভাঙা কপাল!
আঁধারভরা মোর জীবনে কবে
আসবে নতুন সকাল?