ঝড় উঠেছে, দমকা হাওয়া, বইছে এলো মেলো,
আর দেরী নয়, দৌড়ে চল, ঝড় এলো, ঝড় এলো।
ছেয়েছে আকাশ কালো মেঘে,
বইছে হাওয়া প্রবল বেগে,
মাঝনদীতে একেলা মাঝি, তরীখানি ডুবে গেল,
ডুব সাঁতারে সাঁতার দিয়ে, মাঝি কূলে এল।
ঝড় উঠেছে, দমকা হাওয়া বইছে এলো মেলো,
আর দেরী নয়, দৌড়ে চল, ঝড় এলো, ঝড় এলো।
ঝড় উঠেছে দমকা হাওয়া ........


বাঁকা পথের ধারে গরুগুলো,
দৌড়ে চলে উড়িয়ে ধূলো,
জানি নাকো হায়, রাখাল ছেলে কোথায় চলে গেল।
সর্বনাশা দারুণ ঝড়ে, পাখিদের বাসা ভেঙে গেল।
ঝড় উঠেছে, দমকা হাওয়া বইছে এলো মেলো,
আর দেরী নয়, দৌড়ে চল, ঝড় এলো, ঝড় এলো।
ঝড় উঠেছে দমকা হাওয়া ........


ঝড় উঠেছে, বৃষ্টি নামে,
নামলে বাদল, ঝড় থামে,
মেঘের গর্জনে, প্রবল বরিষণে, সূর্য কোথায় লুকালো?
ঝড় উঠেছে, দমকা হাওয়া বইছে এলো মেলো,
আর দেরী নয়, দৌড়ে চল, ঝড় এলো, ঝড় এলো।
ঝড় উঠেছে দমকা হাওয়া ........


ঝড়ো কাকের মলিন দশা,
বৃষ্টিতে ভিজে পাখির বাসা,
বটের শাঘায় পাতায় পাতায়, পাখিদের গুঞ্জন উঠলো,
পথের ধূলোয় পড়িয়া কাঁদে, পাখিদের ছানাগুলো।
ঝড় উঠেছে, দমকা হাওয়া বইছে এলো মেলো,
আর দেরী নয়, দৌড়ে চল, ঝড় এলো, ঝড় এলো।
ঝড় উঠেছে দমকা হাওয়া ........