পদ্ম দিঘির জলের মাঝে,
পদ্ম শালুক ঘুমিয়ে আছে।
সন্ধ্যা হল নামলো আঁধার
সাঁঝের সানাই বাজে।


পদ্ম দিঘির কালো জলে
রাশি রাশি জোছনা ঝরে,
চাঁদ হাসে তারার সাথে
দেখে কবির হৃদয় ভরে।


জোছনা রাতে দিঘির ঘাটে
সু.শীতল হাওয়া বয়,
চণ্ডীতলার আটচালা ঘরে
যাত্রাগানের আসর হয়।


যাত্রাগানের আসরেতে হয়
বহু লোকের ভিড়,
পদ্ম দিঘির নির্জন ঘাটে
কাঁদে রাতের শিশির।