দিন ফুরালো, বেলা পড়ে এল
সূর্য বসেছে পাটে,
গাঁয়ের বধু, জল নিতে আসে
তাল পুকুরের ঘাটে।


দিগন্তে কোথায় লুকালো সূর্য
নামলো সাঁঝের আঁধার,
জোনাকিরা সব, জ্বলে আর নিভে
তাল পুকুরের চারিধার।


তাল পুকুরের কালো জলে
ঘুমায়  কত শতদল,
ক্লান্ত হয়ে, পড়েছে ঘুমায়ে
মত্ত  অলিরা সকল।


রাতের পৃথিবী, ঘুমায় নীরবে
শান বাঁধানো ঘাটে,
রাতের আকাশে, চাঁদতারা হাসে
অবশেষে রাত কাটে।