মানুষের জীবনটা চলমান
চলে সময়ের হাত ধরে,
সময় চলে আপন খেয়ালে,
কারো প্রতীক্ষা নাহি করে।


তটিনী সকল আপন বেগে,
সুদূর সাগরের পানে ধায়,
কুলু কুলু করে বহমান সদা
শেষে মিশে যায় মোহানায়।


পাখি গান গায়, ওঠে সূর্য
দিনশেষে যায় অস্তাচলে,
আঁধার রাত্রি, গহন আঁধারে
কানে কানে কথা বলে।


রাতে চাঁদ ওঠে আকাশে
মিটিমিটি তারারা সব জ্বলে,
রাতি শেষ হয়ে ভোর হয়,
কালস্রোতে সময় বয়ে চলে।


দিন যায়, আর মাস যায়,
কত বছর হয়ে যায় পার,
সময় বয়ে চলে অনন্তকাল ,
করে না সে প্রতীক্ষা কাহার।