পাড়ার হীরু বেজায় ভীরু
ব্যাঙ দেখে সে লাফ মারে,
দৌড়ে আসে কেলে কুকুর,
তার সেই বিকট চিৎকারে।


পাড়ার হীরু, বেজায় ভীরু,
আরশোলা দেখে ভয়ে কাঁপে,
তাই না দেখে, ভিরমি খেয়ে,
সে দৌড়ে পালায় একলাফে।


পাড়ার হীরু, বেজায় ভীরু,
যদি টিকটিকি দেখে দেয়ালে,
ভয় পেয়ে সে দৌড়ে পালায়,
খায় ডিগবাজি, আপন খেয়ালে।


হুলো বেড়াল রান্নাঘরে,
মাছভাত খায় চুরি করে,
পাড়ার হীরু তাকে দেখে,
আঁৎকে ওঠে, আছড়ে পড়ে।


সন্ধেবেলায় পথের বাঁকে,
হুক্কা হুয়া শেয়াল ডাকে।
পাড়ার হীরু, শেয়ালের ভয়ে,
লেপমুড়ি দিয়ে শুয়ে থাকে।