মঙ্গলবারে গাঁয়ের মাথায়,
পথের ধারে মাছের বাজার,
রুই কাতলা, পাবদা ইলিশ,
মৃগেল বড় গোটা দুই চার।


ট্যাংরা মাছ, বোয়াল মাছ
শিঙ্গি, মাগুর আর কই,
কেহ বলে, “ও ভাই কাট
বড় দেখে একটা রুই”।


চুনো পুঁটি, শুঁটকি মাছ,
দেখে জিভে জল আসে,
মাছি কত বেড়ায় উড়ে
কাটা মাছের গন্ধ ভাসে।


মাছ দোকানী আছে বসে,
মাছ কাটা বটি নিয়ে,
বড় মাছ ওজন করে সে
তার দাঁড়িপাল্লা দিয়ে।


ছোট ছোট পোনা মাছ
বড় বড় শোল মাছ আর।
মাছের চড়া দর হাঁকে
সকলের হয় মুখভার।


ভোলা তপসে, ভেটকি মাছ,
ছোট মৌরলা মাছও আছে,
মাছের দর দেখে সবাই,
আসে না কেউ কাছে।


সন্ধ্যায় আর থাকে না বাজার,
ঘরে ফিরে যায় সব খদ্দের,
পড়ে থাকে শুধু মাছের আঁশ,
জমে ওঠে মাছের কাঁটা ঢের।


ঘরে ঘরে জ্বলে ওঠে দীপ,
বাজার থাকে অন্ধকারে,
সবে খায় মাছের ঝোল ভাত,
বাজার থাকে শুধু অনাহারে।