আমবাগানে আম ধরেছে
আম পাড়তে চল যাই।
গাঁয়ের পাড়ার ছেলেরা
সবে জুটে এলো তাই।


নান্টু নামে পুঁচকে ছেলে
বড়ই বদমাশ, ভারি ধুরন্ধর।
ঢিল মেরে সে আম পাড়ে
তার নাইকো কোন ডর।


বাগানের মালী, মেহের আলি
ধরে নান্টুকে চড় মারে,
পাড়ার ছেলেরা তাই না দেখে
সবাই ছুটে পালায় দৌড়ে।


মালীর চড়-থাপ্পর খেয়ে
নান্টু ফেটে পড়ল রাগে,
গোটা দুচ্চার কিল ও ঘুষি
মেরে নান্টু দৌড়ে ভাগে।


নান্টু বলে- শোন রে সবাই
আমার কথা শোন।
কাল দুপুরে আবার যাব,
থাকবে না মালী যখন।


সবাই বলে আর যাব না
চাই না খেতে আম।
জীবনটা ভাই বাঁচলে পরে
তার তো অনেক দাম।