এক ফোঁটা বৃষ্টি নেই, কাঠ ফাটা রোদ্দুরে,
গরমে শরীর ঘামে, এই ভরা দুপুরে।
ছাতা মাথে চলে পথে, দীপ রঞ্জন রায়,
চটি পায়ে, খালি গায়ে, বেঁধে পৈতা গলায়।


চায়ের দোকান খালি, গামছা লয়ে কাঁধে,
স্নান লাগি, চা-দোকানী, চলিছে বড় বাঁধে।
পাগড়ি মাথায় বাঁধা, কাঁধে ভিক্ষার ঝুলি,
মাগিছে বৈরাগী ভিক্ষা, গানের সুর তুলি।


দুপুর রোদ্দুরে গাড়ি, চালায় গাড়োয়ান,
একটার রেলগাড়ি, সবেগে ধাবমান।
শঙ্খচিল উড়ে চলে, বক উড়ে আকাশে,
গরু, মোষ, ভেড়া, ছাগ, দুপুরে বাড়ী আসে।


নাটমন্দিরে দুপুরে, মহাভারত পাঠ;
অলস দুপুরে কাঁদে, চাঁপা ডাঙার মাঠ।