বিন্দু বিন্দু ঘাম!
ফোঁটা ফোঁটা অশ্রু!
শত সহস্র শ্রমিকের
অঝোর ধারায়
ঝরেছে রক্ত কত।
পুঁজিবাদী সমাজব্যবস্থায়
দেশের বুকে গড়ে উঠেছে
কত কল-কারখানা,
কত শিল্প-কারখানা।
মালিক শিল্প আর কল-কারখানা
চালায় মুনাফা লাভের আশায়।
নামমাত্র মজুরি দিয়ে
ওরা তাদের শ্রম কিনে নেয়।
অথচ-
শ্রমিক হাড়ভাঙা
পরিশ্রম করে তার
পোড়া পেটের দায়ে।
রোদে পুড়ে, জলে ভিজে
বন্ধ্যা মাটির বুকে
ফসল ফলায় বাংলার
অবহেলিত কৃষক।
তাদের পেটে আজ অন্ন নেই।
কিন্তু কেন???


তারপর...
বহু জল এসে মিশেছে
গঙ্গার বুকে।
দেশ হয়েছে স্বাধীন।
স্বাধীন ভারতে কৃষক, শ্রমিক,
আর মেহনতি মানুষ পায় না
তাদের উপযুক্ত শ্রমের মর্যাদা।
উপযুক্ত পারিশ্রমিকের তাগিদে
শুরু হল আট ঘন্টার লড়াই।
উড়লো লাল পতাকা।
সফল হল রক্তাক্ত বিপ্লব।
আজকের পয়লা মে’র
প্রভাতের রক্তিম সূর্য
রক্তমাখা সকালে
প্রকাশ্য জনপথে
ঘোষণা করে-
ইনকিলাব- জিন্দাবাদ!
বিপ্লব জয়যুক্ত হোক!