নেপালে প্রবল ভূমিকম্প,
পৃথিবী জুড়ে তার আতঙ্ক।
ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল,
কত দূর্গতদের হাল বেহাল।


কারো অন্ন নাই, বস্ত্র নাই,
থাকার বাসস্থান চাই।
জমেছে মৃতদেহের পাহাড়,
দিকে দিকে শুধু হাহাকার!


হায় ভগবান! একি হলো,
কত জনের জীবন গেল।
খোলা আকাশের নীচে যারা,
তাঁরাই হয়েছে আজ গৃহহারা।


মাথার ওপর খোলা আকাশ,
শোকে করছে সবাই হা-হুতাশ।
সবাই এসে ওরা ভিড় করে,
গ্রাম, নগর, শহর আর বন্দরে।


কাঁপছে দেহ, কাঁপছে মন,
কাঁপবে ভূমি যখন তখন।
আবার আসবে যখন ভূ-কম্পন,
থামবে সবার হৃদয়ের স্পন্দন।