জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে।
প্রাণ জুড়িয়ে যাবে
শীতল তরুর ছায়ে।
এই রাঙামাটির গাঁ,
এই গাঁ যে আমার মা।
স্নেহমাখা মাটির মায়া
আছে সারা গাঁয়ে ছড়ায়ে।
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে।


গাঁয়ের পাশে
ছোট এক নদী,
বয়ে চলে কুলু কুলু।
অলস দুপুরে
আসে নাকো ঘুম
চোখ দুটি ঢুলু ঢুলু।
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে।
প্রাণ জুড়িয়ে যাবে
শীতল তরুর ছায়ে।


তরুর শাখে,
কত পাখি গাহে,
পাখিরা বাঁধে নীড়।
ধানের খেতে
ঘুঘু পাখি ডাকে,
বহিছে শীতল সমীর।
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে।
প্রাণ জুড়িয়ে যাবে
শীতল তরুর ছায়ে।


দিঘির ঘাটে
সাঁতার কাটে,
এ গাঁয়ের যত ছেলে।
গাঁয়ের বধূরা,
রাঙা শাড়ী পরা,
কলসী কাঁখে পথ চলে।
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে।
প্রাণ জুড়িয়ে যাবে
শীতল তরুর ছায়ে।


সূয্যি ডোবে,
সন্ধে হয়ে আসে,
আঁধার আকাশ ছায়ে।
শাঁখ বাজে,
জ্বলে ওঠে দীপ,
ক্লান্ত মুখর এ গাঁয়ে।
জীবন খুঁজে পাবে
এই রাঙা মাটির গাঁয়ে।
প্রাণ জুড়িয়ে যাবে
শীতল তরুর ছায়ে।