পার করে দাও
এ ভব সাগর
আমি যে জানি না সাঁতার।
নিভে গেছে দীপ
এ জীবনে আমার
নেমেছে গহন আঁধার ।
আমি যে জানি না সাঁতার।


ষড়রিপু মোর
বশে না আসে,
বেঁধেছে আমারে
অক্টো পাশে।
আমায় কর ভবসিন্ধু পার।
আমি যে জানি না সাঁতার।


ছিঁড়ে গেছে পাল,
ভেঙে গেছে হাল,
আমি যে অকূলে ভাসি ।
শ্রী গুরু কাণ্ডারী,
দেহ তব চরণতরী,
ধর হাত সম্মুখে আসি।


দিন ফুরায়ে গেল,
জীবনে সন্ধ্যা এল,
স্মরণ করি শ্রীগুরুর নাম।
গুরুনাম জপিলে,
শ্রীগুরু স্মরিলে,
অচিরে পাবে শ্রীবৈকুণ্ঠধাম।
গুরু নাম জপ বারে বার।
আমায় কর ভবপার।
আমি যে জানি না সাঁতার।


লক্ষ্মণ কহে শোন ভাই,
আর তো সময় নাই।
শ্রীগুরুনাম জপ অনিবার।
আমায় কর ভব পার।
আমি যে জানি না সাঁতার।