মানুষের তরে,
মানুষের পাশে,
মানুষকে ভালবাসে।
যারা কাছে আসে
মহামানবের বেশে
মানুষকে ভালবেসে
মানুষের জয়গান গায়।
মানুষের চেয়ে মহান
কিছু আর নাই দুনিয়ায়।
মানুষ দেবতা হয়
শুভবুদ্ধির গুণে,
মানুষ দানব হয়
অশুভ শক্তির কারণে।
সেই তো মানুষ,
যার আছে
মান আর হুঁশ।
যার মান-মর্যাদার
কোন ভয় নেই,
যে সর্বদাই বেহুঁশ,
তাকে কি মানুষ বলে?
তাইতো বলি-
ওরে ও মানুষ ভাই!
মানুষের তরে,
মানুষের পাশে,
মানুষকে ভালবাসে।
যারা কাছে আসে
তারাই মানুষ,
তারাই দেবতা।
মানুষে মানুষে
কোন ভেদ নাই।
সবার রক্ত লাল,
সব মানুষই
সুখে হাসে,
দুঃখে কাঁদে।
আর তাই মোরা
মায়ের ও মাটির
মানুষ, শুধু মানুষ।