জীবনের এই খেলাঘরে,
খেলা সাঙ্গ যেদিন হবে।
মাটি মায়ের কোলে একদিন
শান্তিতে ঘুমিয়ে রবে।


জীবনের এই খাতার পাতায়
সবই লেখা আছে।
জন্ম হলেই মরতে হবে,
আগে জনম, মরণ পাছে।


কেউবা থাকে দালানকোঠায়,
কেউবা গাছতলায়।
কেউবা কাঁদে খিদের জ্বালায়,
কেউ করে হায় হায়।


এই পৃথিবীর পান্থশালায়,
কেহ চিরদিন নাহি রবে।
জীবনের এই খেলাঘরে,
খেলা সাঙ্গ যেদিন হবে।


মাটি মায়ের কোলে একদিন
শান্তিতে ঘুমিয়ে রবে।
চলে যেতে হবে একদিন
চিরদিন কেহ নাহি রবে।


সুখের সাথী সবাই যে হয়,
দুঃখের সাথী কেহ নয়।
আমি বলি প্রভু দয়ালহরি
ওগো তুমিই করুণাময়।


অন্তিমকালে হরি বলে
ডাকো তারে সবে।
দুদিন আগে আর দুদিন পরে
একদিন সবাই চলে যাবে।


জীবনের এই খেলাঘরে,
খেলা সাঙ্গ যেদিন হবে।
মাটি মায়ের কোলে একদিন
শান্তিতে ঘুমিয়ে রবে।