আমি একবিংশ শতাব্দীর পাপ,
ভয়ংকর বিষধর এক কালসাপ।
কণ্ঠে আমার তীব্র বিষ,
নয়নে আমার বহ্নিশিখা
জ্বলিছে অহর্নিশ।
মানব সমাজের বাইরে
আমি করি অবস্থান।
আমার বাসভূমি জনমানবশূণ্য
নির্জন মহাশ্মশান।
সর্বশরীরে আমার বহিছে
অহঃরহ দারুণ উত্তাপ।
আমি একবিংশ শতাব্দীর পাপ,
ভয়ংকর বিষধর এক কালসাপ।


ভয়াল, ভয়ংকর
আমি এক কালসাপ!
আমি বিধাতার রুদ্র অভিশাপ।
আমার বিষাক্ত ছোবলে,
চিরঘুমে ঘুমিয়েছে অকালে,
কত নিষ্পাপ প্রাণ।
আমা হতে কারো নাহিক পরিত্রাণ।
দুধকলা দিয়ে তোমরা
পুষেছো এই কালসাপ।
কণ্ঠে আমার তীব্র হলাহল।
তোমাদের সেই
এক ফোঁটা দুধের ঋণ,
আমি শোধ করতে
পারবো না কোনদিন।
আমার ক্ষমাহীন ক্রুদ্ধ গর্জনে
কত ভয়ভীত মানব
হয়েছে চেতনাহীন।
আমি শতাব্দীর কালসাপ!
আমি বিধাতার রুদ্র অভিশাপ!
আমি একবিংশ শতাব্দীর পাপ।