আকাশপারে পশ্চিমপানে
লালসুর্য যাচ্ছে অস্তাচলে,
দিনের শেষে আঁধার এসে
কানে কানে কথা বলে।


সাঁঝের বেলায় চাঁদ ওঠে
আকাশে তারা ফুটেছে।
বাঁশ বাগানের মাথার ওপর
পূর্ণিমার চাঁদটি উঠেছে।


চণ্ডীতলায় কবির আসর
আর যাত্রার পালাগান।
মন মাতানো গানের সুরে
মোর ভরে মন ও প্রাণ।


সাঁঝের সানাই আজও বাজে
মোর হৃদয় অন্তঃস্থলে
কবিতার পাতায় গানের সুরে
মোর কবিতা কথা বলে।


রাতের শেষে চাঁদ লুকোয়
দেখি নতুন সকাল হয়,
জোছনা রাতের মধুর হাসি
মোর স্মৃতি হয়ে রয়।