হাল নাই, বলদ নাই,
চাষ করার জমি নাই,
শোন ওরে মানুষ ভাই-
চাষ করার মতন জমি
আমি কোথায় পাই।


গত বছর বন্যা হল
বাড়িঘর সব ভেসে গেল,
শোন ওরে মানুষ ভাই,
ঘর নাই বাড়ি নাই,
থাকার মত জায়গা নাই,
কোথায় গেলে পাব আমি
মাথা গোঁজার ঠাঁই।


এ বছরে খরা হল,
মাঠের ফসল শুকিয়ে গেল,
শোন ওরে মানুষ ভাই,
চাষীর ঘরে চাল নাই,
পেটের খিদে আমি
কি করে মেটাই।


কয়লা খাদান বন্ধ হল,
লোহা লক্কর নিলাম হল,
শ্রমিক ভাইয়ের বুকে
তুষের আগুন জ্বলে।
চাষের জমি নিলাম হল,
সরকার সব কিনে নিল
মাঠে দেখি সাঁই সাঁই রবে
কলের চাকা চলে।


জামা নাই, কাপড় নাই,
পয়সা নাই, কড়ি নাই,
ছেলেটাকে কেমনে পড়াই।
শোন ওরে মানুষ ভাই,
মহাজনের দেনা এবার
কেমনে শোধ দিব।
মনে আমার সুখ নাই,
সংসারেতে শান্তি নাই,
ইচ্ছে করে মনের দুঃখে
গলায় ফাঁসি নিব।