অশান্তির আগুনে ঝলসানো পৃথিবী;
চেনা পৃথিবীতে চলছে অচেনা মানুষের লড়াই ।
অশ্রু দিয়ে কেনা দুঃখের সংসারে
ক্ষুধিত মানুষ বিরোধ মিছিলে –
                  সাম্যের গান গায়।
আমি বুভুক্ষার নিষ্ঠুর কবি,
এই পৃথিবীর বুকে আঁকি দুর্ভিক্ষের ছবি।


ভেবে দেখেছো কি?
রাতের অন্ধকারে আজকের পৃথিবীটা
আমূল বদলে গেছে।
ধনী হয়েছে আরও ধনী,
দরিদ্র আরও দরিদ্র হতে হতে,
রাস্তার ভিখারীতে পরিণত হয়েছে।
বাঃ রে রঙিন দুনিয়া!


অথচ আজও পৃথিবীর মাটিতে চলে
নৃশংস হত্যা, কুটিল চক্রান্ত আর হীন ষড়যন্ত্র।
বেইমান মীরজাফরের বিশ্বাস ঘাতকতায়
যে বিষবৃক্ষ রোপন করা হয়েছিল
সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে
আজ তার শাখা-প্রশাখা।
এখানে পৃথিবীর রং ঘন ঘন বদলায়।
অশান্তির আগুনে ঝলসানো পৃথিবী;
চেনা পৃথিবীতে চলছে অচেনা মানুষের লড়াই ।