রাম নবমীর তিথি পূণ্য চৈত্র মাস,
বসন্তে বাসন্তীপূজা ভুবনে প্রকাশ।
অষ্টমীতে সন্ধিপূজা, কুষ্মাণ্ড প্রদান,
বাসন্তী দেবীর পূজা শাস্ত্রের বিধান।


পত্রপুষ্প ফলমূল, ঘটে আম্রশাখা,
মন্দিরের চতুর্ভিতে আলপনা আঁকা।
মন্দিরেতে পুরোহিত বসিয়া আসনে,
করিছেন চণ্ডীপাঠ ভক্তিযুক্ত মনে।


চন্দনের ফোঁটা ভালে, দীপ্ত জয়টীকা,
যজ্ঞ হোম ঘৃতাহুতি, জ্বলে হোমশিখা।
ফুল মালা, ধূপ দীপ, সুগন্ধি চন্দন,
পূজা অন্তে সবাকারে প্রসাদ বন্টন।


বাসন্তী জননী মাগো তোমারে প্রণাম,
মাতৃপূজা করে সবে, ধন্য ধরাধাম।