প্রভাত পাখির গান,
কোকিলের কুহু তান,
পুলক জাগে প্রাণে আর মনে।


শ্যামল বনানী তটে,
পলাশের সৌরভ ছুটে,
ধরায় নব বসন্তের আগমনে।


বৃক্ষশাখে কিশলয়,
ক্রমে ক্রমে বড় হয়,
প্রকৃতির রোদ হাওয়া জলে।


মুকুলিত আম্রশাখে,
নবপত্রে ভরে থাকে,
সবুজের আহ্বান ধরণীর তলে।


দেখি পুষ্পিত কাননে
আসে মধু আহরণে
দলে দলে যতেক মধুকর।


ফুলেফুলে বনেবনে,
মধুকরের গুঞ্জনে
সুশীতল সমীরণ বহে নিরন্তর।