আমার তরুণ ভাইদের
তাজা রক্তে রাঙানো
সেই একুশে ফেব্রুয়ারী।


কবিতার পাতায়
কথা বলে আজ
কালো অক্ষরের সারি।


বিপ্লবী বাংলায়
বারুদের গন্ধ আজ
সৌরভ ছড়ানো বাতাসে ।


আজও বাংলায়
নীল আকাশের গায়
চাঁদ ও তারারা হাসে।


আকাশে তারা আছে,
কিন্তু তারা নেই, যারা


ভাষার তরে দিয়েছে প্রাণ।
বুলেট বিদ্ধ তাজা
তরুণের রক্তে লেখা
হোক এবার মাতৃভাষার গান।