ষড়ঋতু শ্রেষ্ঠ তুমি, বঙ্গে ঋতুরাজ !
সবুজের সমারোহ দিকে দিকে আজ।
বসন্তের আগমনে ডাকিছে কোকিল,
মৃদুমন্দে, ছন্দে ছন্দে, বহিছে অনিল।


সুশীতল সমীরণে মেতেছে ভুবন,
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, হরষিত মন।
সৌরভ ছড়ায় পুষ্প, পুষ্পিত কাননে,
নিত্য আসে মধুকর, মধু আহরণে।


বসন্তে সজ্জিত নব নব কিশলয়,
সুসজ্জিত বৃক্ষরাজি শোভে শোভাময়।
পূর্ণিমার আকাশেতে, রাতে চাঁদ ওঠে,
জোছনায় নদীজলে, তারাগুলি ফোটে।


চতুর্দিক ঝিকমিক, জোনাকিরা জ্বলে,
রাত কাটে ভোর হয়, ধরণীর কোলে।