কত শহীদের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী।
মাতৃভাষা দিবস মোরা
ভুলতে কি আর পারি?


একুশে ফেব্রুয়ারী, নিয়েছে কেড়ে
কত শহীদের প্রাণ;
কত না মায়ের ঝরেছে অশ্রু,
কেবা রাখে তার সন্ধান।


দেশের মানুষ যে ভাষাতে,
গর্বের সাথে কথা কয়,
বাঙালীর আশা, বাঙালীর ভাষা,
মাতৃভাষা তুচ্ছ নয়।


উর্দু হবে রাষ্ট্র ভাষা,
এ আবার কেমন কথা।
বাঙালী হয়েও বুঝিতে না চায়,
বাঙালীর মর্মব্যথা।


নতুন সকাল ঘোষণা করিছে,
আজি এল শুভদিন।
শহীদ স্মরণে শহীদ মরণে,
শোধ কর সবে রক্তঋণ।