সাঁঝের বেলায়
কদম তলায়
কে বাঁশি বাজায়?


যমুনাতে
রাই কিশোরী
জল আনিতে যায়।


মন মাতানো
বাঁশির সুরে
পরাণ পাগল করে।


বিনোদিনী
রাই কিশোরী
রইতে নারে ঘরে।


কদম তলায়
সাঁঝের বেলায়
বাঁশি বাজায় কে?


শাশুড়ি আর
ননদিনী উঁকি
দিয়ে দেখে।


চিকন কালা
বাজায় বাঁশি,
বাঁশি তো নয়
গলার ফাঁসি,


কুল হারিয়ে
কুলবতী
আকুল হয়ে ছুটেছে।


শ্যামের প্রেমে
রাই কিশোরী
পাগল হয়েছে।


সাঁঝের বেলায়
কদম তলায়
কে বাঁশি বাজায়?


বাঁশি বলে-
রাই কিশোরী
এসো যমুনায়।