রঙের ফাগুন,
লাগায় আগুন
যৌবনে।
মৌ-মাছি
উড়ে নাচি,
মৌবনে।
এ ধরায়,
রং ছড়ায়,
গানে গানে।
রং লাগায়,
জং ধরায়,
প্রাণে প্রাণে।
বন পলাশ
ভরে আকাশ
সৌরভে।
নদীর পাড়ে,
বাঁশ ঝাড়ে
সূয্যি ডোবে।
হোলির দিন,
স্বপ্ন রঙিন,
মনে ভাসে।
বছর শেষে,
ফাল্গুন মাসে,
হোলি আসে।


 কবিতার আসরের সবাইকে জানাই দোল পূর্ণিমার
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।