সাগরে পেতেছি শয্যা শিশিরে করিনা ভয়,
ভালবাসার মন্দির আমার হৃদয় দেবালয়।
দুঃখের লাল আগুনে পুড়ে গেছে মোর অন্তর।
ভালবাসার রাজপ্রাসাদ মোর বালুচরে বাঁধা ঘর।


ভালবাসার নদী আমার শুকায়ে যদি যায়,
নয়নের জলে সেই নদী মোর সাগরপানে ধায়।
মরু কান্তারে রোপন করেছি ভালবাসার বীজ,
ফুটেছে কমল সরোবরে মোর হৃদয় সরসিজ।


ভালবাসার সাজানো বাগান পুড়ে হয়ে গেছে ছাই।
অভাগা আমি যেদিকে তাকাই সাগর শুকায়ে যায়।
পরাজিত এক সৈনিক আমি, কাঙাল ভালবাসার,
ব্যথায় ভরা জীবনে আমার, নিভে গেছে দীপ আশার।