শিব চতুর্দশী তিথি, পূ্ণ্য শিবরাত্রি,
ঝলমল করে ওঠে বিশাল ধরিত্রী।
কৈলাসে মহাদেব, ভাং ধুতুরা খান,
নন্দী ভৃঙ্গীর সাথে বিয়ে করতে যান।


বলদের পৃষ্ঠে দেব, করি আরোহণ,
কৈলাস পর্বত ছাড়ি মর্তে আগমন।
ভূজঙ্গ গলায় দোলে, চন্দ্র শোভে ভালে,
ডমরু, ত্রিশূল লয়ে, চলে নৃত্য তালে।


বাঘছাল পরিহিত জটাজুট মাথে,
শিবের বিবাহ আজি, পার্বতীর সাথে।
ভক্তি ভরে শিব পূজে যতেক কুমারী,
শিবের ব্রত করেন যত সতী নারী।


শোন শোন বিশ্ববাসী হে কলির জীব!
‘যত্র জীব তত্র শিব’ সর্বভূতে শিব।