শান্তির সংসারে অশান্তির আগুন
জ্বেলে দেয় তিমির রাত্রি নিশীথে,
রোদন ভরা বসন্তে আজি ফাল্গুন
কেঁদে মরে তাই ব্যথা ভরা চিত্তে।


শান্তির সংসারে ঐ অশান্তির ঝড়
ভেঙে দেয় সুখ আর স্বপ্নের নীড়।
বেদনার বালুচরে আজ বাঁধে ঘর
নীরবে ঝরায় অশ্রু রাতের শিশির।


শান্তির সংসারে দুঃখের অনলে
জ্বলে পুড়ে সুখ শান্তি ভালবাসা।
সুখের সংসার অশান্ত দাবানলে
ঝলসে ওঠে মুকুলিত নব আশা।


ইস্পাতের চাবুক চালায় বিদ্রোহীমন
নদীতে ভাসে ভালবাসার মৃতদেহ,
শাণিত করাত করে মস্তক ছেদন
অঝোরে রক্ত ঝরায় প্রেম প্রীতি স্নেহ।


যুবতীর শরীরে গুলিবিদ্ধ বুলেট
কেড়ে নেয় মান সম্ভ্রম আর ইজ্জত।
কালো চাদর মুখে জ্বলন্ত সিগারেট,
ধোঁয়াময় করে তোলে প্রকাশ্য রাজপথ।


হত্যায় মাখা এই ধরণীর ধূলিতে
অশ্রু দিয়ে লেখা হয় রক্তাক্ত ইতিহাস।
ভ্যালেন্টাইন ডে আজ রক্তিম প্রভাতে,
কেড়ে খায় যুবক-যুবতীর মুখের গ্রাস।