বন-বাবলা গাছের আড়ে,
বাঁশগাছের ঝোঁপেঝাড়ে,
চড়ুইপাখি আনন্দেতে নাচে।
দূরে বিশাল সবুজ মাঠ,
কংসাবতী নদীর ঘাট,
চড়ুইপাখির সবই জানা আছে।


চড়ুইপাখি জাগে অতি ভোরে,
সকাল হতেই কিচির মিচির করে
লাফিয়ে বেড়ায় বাড়ীর উঠোনে।
খড়কুটো নিয়ে মুখে,
দেখি রান্নাঘরে ঢুকে,
লুকিয়ে থাকে একলা ঘরের কোণে।


হঠাৎ দেখি ফুড়ুৎ করে,
চলে যায় উড়ে দূরে,
বসে গিয়ে ভাঙা পাঁচিলটায়।
দুপুর রোদ এলে পড়ে,
সারা বিকেল বেড়ায় উড়ে,
সন্ধ্যাবেলা ফেরে আপন বাসায়।