সকাল হলেই
সূর্য ওঠার সাথে,
জেগে ওঠে মোর গ্রাম।


গাঁয়ের পাশে
ছোট এক নদী,
বয়ে চলে অবিরাম।


গাঁয়ের চাষীরা
লাঙল চালায়,
মাঠেতে ফলায় ধান।


গাঁয়ের কামার,
হাতুড়ি চালায়,
হাপরেতে দেয় টান।


গাঁয়ের তাঁতীরা,
তাঁত চালায় একমনে,
সারাদিন মাকুর শব্দ শুনি।


গাঁয়ের জেলেরা,
নদীতে মাছ ধরে
দিন কাটায় জাল বুনি।


কিষান বধূ,
বাছুরী চরায়,
ধান খেতের আলে।


গাছের ছায়ায়,
বাঁশরী বাজায়,
গাঁয়ের রাখাল ছেলে।


দিন দুপুরে,
মজুরের দল,
রাস্তায় মাটি কাটে।


গাঁয়ের বধুরা,
রাঙা শাড়ি পরা,
জল নিতে আসে ঘাটে।


মাথার ওপর,
প্রচণ্ড সূর্যটা,
ভীষণ তপ্ত হয়ে জ্বলে।


দিগন্তে বিস্তৃত,
সবুজ বনানীরা
মিশে যায় আকাশ তলে।


ক্লান্ত গাঁয়ে,
আঁধার নামে
সূয্যি ডোবে দিনের শেষে।


সন্ধ্যা বেলা
প্রদীপ জ্বলে,
ধূনোর গন্ধ আসে ভেসে।