এই পৃথিবীটা
হারিয়ে যায়,
সোনালী রোদের
শীতল ছায়ায়;


চাঁদের জোছনা
আঁধারে লুকায়,
দূরে নীল ঐ
আকাশের গায়।


রাতের তারা
মিটি মিটি চায়,
গহন রাত্তির
কেটে যায়।


ভোরের আলো
ফুল ফোটায়,
বাতাস ফুলের
সৌরভ ছড়ায়।


দিনের শেষে
সূর্য লুকায়,
দিগন্তে ঐ
পাহাড় চুড়ায়।


গাঁয়ের বধূরা
সন্ধ্যা বেলায়,
তুলসী তলায়
প্রদীপ জ্বালায়।