বসন্ত পঞ্চমী তিথি, পূণ্য মাঘ মাসে,
বাসক ফুলের গন্ধ ভাসিছে বাতাসে।
বাণী-বন্দনায় আজি, দিকে দিকে সাড়া,
মণ্ডপ সজ্জায় ব্যস্ত, কত কাজে তাড়া।


মণ্ডপসজ্জা আর প্রতিমা আনয়ন,  
হৃষ্টচিত্তে মাতে সবে যত শিশুগণ।
কারো হাতে বইখাতা, শরের কলম,
কেউ বা আনে ফুল, দর্বাদল নরম।


দেবীর বন্দনা গান গাহিছে ভুবন,
বৃক্ষ শাখে বসি পাখি, করিছে কুজন।
শুক্লাম্বরা বাক্ দেবী, রূপে অনুপমা
নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা।


বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, বিদ্যাদায়িনী,
এসো মাগো এ ধরায়, দেবী বীণাপানি।