জাগছে জাগবে,
ন্যায়ের অস্ত্র ধরে,
ভারতের নারী এবার জাগবে।


খল নায়কের ফাঁদে,
পড়বে না আজ ওরা,
অন্যায়ের প্রতিবাদ করবে।


কলির দুঃশাসন,
করিছে বস্ত্রহরণ,
দিকে দিকে শুনি মা-বোনেদের কান্না।


অন্ধকারের বুকে,
লজ্জায় মুখ ঢেকে,
লুকিয়ে রেখে অনেক ব্যথা আর বেদনা।


ভারতের নারী আর তুমি কাঁদো না।
দিকে দিকে শুনি মা-বোনেদের কান্না।


মুছে ফেল আঁখি জল,
দেখাও তব শক্তিবল,
শৌর্যে বীর্যে নারী নহে হীন,


দিগন্তে লাল সূর্য ঐ,
দিয়ে অভয় কয় মাভৈঃ
দেখো ওই আসিছে সুদিন।


কর তীব্র প্রতিবাদ,
মিটাইতে রণসাধ,
বাজাও দুন্দুভি রণভেরী।


সংগ্রাম সমরে,
ন্যায়ের অস্ত্র ধরে,
জেগে ওঠ ভারতের নারী।