পৌষমাস সংক্রান্তি মহা ধূম পড়ে,
ঘরে ঘরে সব লোকে তিল পিঠা গড়ে।
নারকেল, তিল লাড়ু, চাঁছি আর খোয়া,
গুড় পিঠে, দুধপুলি, বড় বড় মোয়া।


গুড়ের গন্ধে বাতাস, হয় সুবাসিত,
ছেলে বুড়ো, সকলেই হয় আনন্দিত।
তিল পিঠে, বাটি পিঠে, ঘিয়ে ভাজা পিঠে,
মজা করে খায় সবে, খেতে লাগে মিঠে।


ধন্য ধন্য পল্লীগ্রাম, ধন্য সব লোক,
গ্রামে গ্রামে সবাকার, খাবারের ঝোক।
দিনে সবে পিঠে খায়, রাতে টুসু গান,
সকালে নদীতে স্নান, টুসুর ভাসান।


নদীতীরে মেলা বসে, হয় ধুমধাম,
পিঠেপুলি উৎসবে, মাতে সারা গ্রাম।