অরণ্যের ঘুম ভাঙছে !
ঘুম ভাঙছে ঘুমন্ত পৃথিবীর।
ঘুমিয়ে নেই আদিবাসী সাঁওতালরা।
অরণ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে
‘হুলাও হুলাও’ধ্বনি ভেসে আসে।  
আর ঐ ধ্বনি, বারে বারে প্রতিধ্বনি হয়ে
মাথা খুড়তে থাকে জঙ্গলে জঙ্গলে।
আদিবাসী ভাষায় হুলাও মানে বিপ্লব।
বিপ্লব আসছে।  তাই অরণ্যের ঘুম ভাঙছে।


শুরু হলো সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ।
কানু ও সিধু ওদের নেতা।
নীলকর সাহেবরা একটা বুড়ো
সাঁওতালকে নীলকুঠিতে ধরে
এনে শপাং শপাং করে চাবুক মারে।
সারা দেহে ওর রক্ত ঝরে। আর তারই
প্রতিবাদে সাঁওতালরা নীলকুঠি আক্রমণ করে।


ঝাঁকে ঝাঁকে সাঁওতালরা এগিয়ে
আসে কাঁড় ধনুক নিয়ে।
হাতে তাদের বিষ মাখানো তীর।
প্রতিবাদের দাবীতে ওরা সোচ্চার।
আদিবাসী সাঁওতালরা জাগছে।
বিদ্রোহ আজ দিকে দিকে।
অরণ্যের ঘুম ভাঙছে !