মরদটা হামার দিন রাত
মদ খেয়ে খেয়ে মরিং গেল।
আমার সিথ্যেতে দিয়া গিছে সিঁদুর।
সেই সিঁদুরের দাম অনেক।


মরদটা হামার বুলেছিল,
তুই দুঃখু করিস না ঝুমকি,
তুর লেগে ইবারের পুজার মেলায়
তুকে লাল পেড়ে ব্যানারসি শাড়ী কিনে দুব।
রূপোর কোমরের বিছা গড়াই দিব
বাজার থেকে তুর লেগে
আলতা সিঁদুর আর ফুলুম তেল কিনে দিব।
মরদটা হামার শেষে
মরেই গেল, কিন্তু ওর কুথা গুলো
আজও হামার মনে আছে।
চেয়ে দেখগো বাবুরা,
হামার সিথ্যেটা কেমন
লালপারা হয়্যা গিছে।
বাবুগো সিঁদুরের দাম অনেক।


মরদটা হামাকে বুলেছিল,
তুই ডর করিস না ঝুমকি,
তুই মংরু মাঝির বউ বটিস,
তুহার ডর করলি চলবেক লাই।
তুই জিন্দা বাঘের সাথে ঘর করবি,
পাহাড়ী চিতা বুকে লিয়ে লাচবি,
হামি মইরে গেলে, বনে কাঠ কেটে
নিজের পেট চালাবি, তবু বাবুদের কাছে
একটা ট্যাকাও ধার লিবি নাইক।
উয়ারা মানুষ লয় ঝুমকি,
ভদ্দর পুষাক পরে বঠে, মগর
দিলটা আছে জানোয়ারের পারা।
দশ ট্যাকা ধার লিলে উরা
বিশ ট্যাকা লিখে রাখে।
তুদের মত মাইয়াগুলোর দিকে
উরা জানোয়ারের পারা তাকায়।
মরদ হামার মরিই গেল। কিন্তু উর কুথাগুলা
মন পড়লে পরানটা হামার হুহু করে।
বুকের ভিতরটা এফোঁড় ওফোঁড় করে।
দু চখ্যে জল আসে গো বাবু।
বাবুগো, সিঁদুরের দাম অনেক।


পাড়ার ঝগড়ু মাঝি বলে-
হেই ঝুমকি, তুই হামার কুথা শুন।
মরদ তুর ঘরে নাই মরিই গিছে।
উঠতি যৈবন তুর। তুই হামাকে বিয়া কর।
হামি তুকে চার কুড়ি ট্যাকা দিব,
সাত হাণ্ডি হাড়িয়া দিব, দশ-দশটা খাসি দিব
পাড়ার সব্বাইকে ভোজ খাওয়াব।
তিরিক করি ঝুমকি বুলে---
যা বুলেছিস বুলেছিস,
ফের কুনোদিন ও কুথা বলিস না।
হামি জহর পিয়ে মরিং যাব, মগর
তুহার ঘর করবক লাই।
কুথাটা মনে রাখিস।
মরদ হামার মরিং সগ্গে গিছে,
সিথ্যেতি সিঁদুর দিয়া গিইছে।
শুনে রাখ গো বাবুরা,
হামার কাছে সেই সিঁদুরের দাম অনেক।